so I found this website containing some poems of Sukumar Ray , ( another one in this online collection and also here with some poems )he is part of the childhood of all Bengali children, and if not, then I really feel sorry for those children who spent their childhood without reading works of Sukumar Ray. This one is about the 'helplessness' of a voracious eater around food and how he promises not to eat like a glutton and then breaks the promise being helpless !
নিরুপায়
-সুকুমার রায়
বসি বছরের পয়লা তারিখেমানের খাতায় রাখিলাম লিখে-
"সহজ উদরে ধরিবে যেটুক্,
সেইটুকু খাব হব না পেটুক ।"
মাস দুই যেতে খাতা খুলে দেখি,
এরি মাঝে মন লিখিয়াছে একি !
লিখিয়াছে, "যদি নেমন্তন্নে
কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে,
উচিত কি হবে কাঁদান তাহারে ?
কিম্বা যখন বিপুল আহারে,
তেড়ে দেয় পাতে পোলাও কালিয়া
পায়েস অথবা রাবড়ি ঢালিয়া-
তখন কি করি, আমি নিরুপায় !
তাড়াতে না পারি, বলি আয় আয়,
ঢুকে আয় মুখে দুয়ার ঠেলিয়া
উদার রয়েছি উদর মেলিয়া !"
No comments:
Post a Comment
your comment goes here...