About me

Jan 2, 2010

পায়ের তলায় অতলান্তিক

Web এ Key West এর ছবি দেখে আগেই মুগ্ধ হয়েছিলাম, এবার যাওয়ারও ব্যবস্থা হয়ে গেল শেষ পর্যন্ত, তাও কিনা একেবারে আশা ছেড়ে দেবার পর | Miami থেকে tri-rail র করে Boca Raton, ট্রেন এ বসে মনে পড়ে গেল সিলেট যাত্রার কথা , এরকমই সবুজের সারি জানালা দিয়ে এসে ভেসে যাচ্ছিল | তার মাঝে আবার বৃষ্টি , station এ নেমে একটু বৃষ্টিতে হাঁটাহাঁটি. সন্ধ্যায় Ocean's drive এ ঘুরে এলাম, আলিশান বাসা বাড়ি দেখলাম, আর তারপর ফিরে এসে রন্ধনযজ্ঞ | পর দিন Key West যাব এই উত্তেজনায় রাতে ঘুমই এলোনা | রওনা দিতে দিতে আটটাই বেজে গেল. কমপক্ষে ৪ ঘন্টা তো লাগবেই যেতে. কাজেই গাড়িতে বসে গলা ফাটিয়ে গান না ধরলে কেমন হয় ! Walmart এ নামলাম মাঝে সবাই, খাবার দাবার ও কিছু কিনলাম, সাথে একটা চকলেট কেক আর জন্মদিনের কার্ড |

Key Largo, Islamorada ছাড়িয়ে চলে এলাম Seven mile Bridge এর উপর, ব্রিজের পাশে গাড়ি থামিয়ে সবাই নেমে গেলাম কাছের সৈকত এ, পায়ের তলায় অতলান্তিক , মাথার উপরে আকাশ; পুরো পৃথিবীটাই তো এখন আমাদের | পানি তেমন ঠান্ডা ছিল না তাই ঝাপাঝাপি চলল কিছুক্ষণ | তারপর সৈকত এর একটা কুড়ের ছাউনিতে বসে কেক কাটার পালাও শেষ হলো | এর পর আবার যাত্রা শুরু, মেক্সিকো উপসাগরের রূপে মোহাবিষ্ট একদল পাগলের এবারের গন্তব্য Key West এর , আরো ভালো ভাবে বলতে গেলে আমেরিকার শেষ প্রান্ত |