I am very upset that this website does not contain the great poem "Durmor" , may be because this site is maintained by non-Bangladeshi and the poem is about Bangladesh ! However, it was nice to read one of my all-time fav again after a long time, "The Age of 18" , when I was a in high school, I always thought when I would become 18, I will be like that. I was not happy when I found this great piece of poetry is included in textbook ( which means a large number of people will start hating it), I managed to retain my love for this poem in spite of reading it as a part of my exam in High school.
আঠারো বছর বয়স( The Age of 18) | ||||||
আঠারো বছর বয়স কী দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি । আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় - আঠারো বছর বয়স জানে না কাঁদা । এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলাহলে । আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা । | আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরোথরো । তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে । এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়- এ দেশের বুকে আঠারো আসুক নেমে. |
http://banglalibrary.evergreenbangla.com/sukantabhattacharya/
ReplyDeletehttp://banglalibrary.evergreenbangla.com/sukantabhattacharya/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95/
eita holo sukanter ekta uncommon kobita
Thanks a lot Swakkhar. eikhane dekhi aro onek kobita achhe.
ReplyDeleteAmazing Poem...Thanks for that
ReplyDelete