About me

Nov 19, 2010

Poems of Sukanta Bhattacharya online

Can someone tell me when it is the time to write reports or work on homeworks-assignments , why do I just hide from all those and start digging the web  ( because I left my real books back home) for poems? Tonight I suddenly remembered Sukanta, and searched if I could read his work online and I did not totally fail :) here   I found some of the works of Sukanta , the Bengali poet who died at a very young age, and had a dreamy face!


I am very upset that this website does not contain the great poem "Durmor" , may be because this site is maintained by non-Bangladeshi and the poem is about Bangladesh !  However, it was nice to read one of my all-time fav again after a long time,  "The Age of 18"   , when I was a in high school, I always thought when I would become 18, I will be like that.  I was not happy when I found this great piece of poetry is included in textbook ( which means a large number of people will start hating it), I managed to retain my love for this poem in spite of reading it as a part of my exam in High school.

  আঠারো বছর বয়স( The Age of 18)

আঠারো বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।

আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় -
আঠারো বছর বয়স জানে না কাঁদা ।

 এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।

আঠারো বছর বয়স ভয়ঙ্কর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ।






আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, 
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো ।

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে ।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়-
এ দেশের বুকে আঠারো আসুক নেমে
.        

3 comments:

  1. http://banglalibrary.evergreenbangla.com/sukantabhattacharya/

    http://banglalibrary.evergreenbangla.com/sukantabhattacharya/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95/

    eita holo sukanter ekta uncommon kobita

    ReplyDelete
  2. Thanks a lot Swakkhar. eikhane dekhi aro onek kobita achhe.

    ReplyDelete

your comment goes here...