এক সাথে অনেক কাজের চিন্তা করলে শেষ পর্যন্ত কছুই করা হয় না , কাজের আগ্রহও কমে যাচ্ছে .. নিজেকে বুঝাচ্ছি নিজেই , আবার কিছুক্ষণ পর সব ভুলে youtube এ গান দেখা শুরু করছি .. কোনো কোনো সমস্যা থাকে যার কোনো সমাধান করা যায়না , তখন সেটাকে পাশ কাটিয়েই বাকি সব করতে হয়, কিন্তু মনে হচ্ছে না বেপারটা এত সহজ হবে ! চরম বিরক্তি লাগছে .. এক মাস হয়ে গেল এক লাইন কোড ও লিখি নি ... অথচ এমন না যে খুব আরামে আছি .. facebooking / youtubing / tweeting - দিন কাবার - তাতেই একেবারে মহাক্লান্ত হয়ে ঘুমে কাদা | আজকে ভরে নাকি আবার ভূমিকম্প হয়েছে, কিছুই তের পাইনি, ঘুম থেকে উঠে facebook এর homepage রিফ্রেশ দিয়ে মানুষের স্ট্যাটাস দেখে জানতে পারলাম, তারপর CNN এ পরে দেখি কিছু লোকজন ( মানে আমেরিকার সাধারণ জনগণ যারা গুড়ি গুড়ি বৃষ্টিকে thunder storm বলে ) এই নিয়ে বিষম চিন্তিত, এক জন আবার ভয় পেয়ে মন্তব্য করেছে যে মেরিল্যান্ড স্টেট কি এই ভুমিকম্পে অতলান্তিকে ডুবে যাবে কিনা !!! ৩.৬ মাত্রাতেই এত ভয় ...
অনেক দিন তো শুদ্ধ বাংলায় কারো সাথে কথা বলি না , মনে হচ্ছে ব্লগ লিখেই ভাষা চর্চা চালু রাখতে হবে..আজকাল তো দেখি আবার অনেক বাংলা কমুনিটি ব্লগ এও লোকজন এতটাই বিরক্তিকর নিম্নস্তরের বাংলা লেখে -- ভাষা মাত্রেই পরিবর্তনশীল , কিন্তু এরা মনে হয় জোর করে পরিবর্তনের রেখাটাকে নিচের দিকেই নামিয়ে আনতে চাচ্ছে | একবার আমার প্রফেসর এর কাছে যেন খুব গর্ব করে বলছিলাম ইংরেজ, পার্সি কত লোকে বঙ্গদেশ দখল করলো , তাও আমরা বাংলাতেই কথা বলি এখনো, পৃথিবীর অনেক দেশই উপনিবেশিকতায় আক্রান্ত হবার পর নিজের ভাষা হারিয়ে এখন দখলদারদের ভাষাকেই নিজের ভাষা করে নিয়েছে, উত্তর আমেরিকায় ইংলিশ আর দক্ষিনে স্প্যানিশ | আমার প্রফেসর জিগেশ করলো " বাংলা কি কোনো মৃতপ্রায় ভাষা ? কখনো শুনি নি এই ভাষার কথা " , শুনে তো আমি অবাক ! কী বলে এই লোক ! আর যাই হোক, জনসংখ্যা বৃদ্ধির কল্যানে আমরা পৃথিবীর ষষ্ঠ ভাষা , তারপর বুঝলাম যে উনি ' বাংলা ' নামের কোনো ভাষা চিনেন না , তবে ' বেঙ্গলি ' বলার পর বুঝছেন, এই ভাবে কি বাংলা ' বেঙ্গলি' হয়ে যাবে ? মেজাজটাই খারাপ হয়ে গেল ..
অনেক দিন তো শুদ্ধ বাংলায় কারো সাথে কথা বলি না , মনে হচ্ছে ব্লগ লিখেই ভাষা চর্চা চালু রাখতে হবে..আজকাল তো দেখি আবার অনেক বাংলা কমুনিটি ব্লগ এও লোকজন এতটাই বিরক্তিকর নিম্নস্তরের বাংলা লেখে -- ভাষা মাত্রেই পরিবর্তনশীল , কিন্তু এরা মনে হয় জোর করে পরিবর্তনের রেখাটাকে নিচের দিকেই নামিয়ে আনতে চাচ্ছে | একবার আমার প্রফেসর এর কাছে যেন খুব গর্ব করে বলছিলাম ইংরেজ, পার্সি কত লোকে বঙ্গদেশ দখল করলো , তাও আমরা বাংলাতেই কথা বলি এখনো, পৃথিবীর অনেক দেশই উপনিবেশিকতায় আক্রান্ত হবার পর নিজের ভাষা হারিয়ে এখন দখলদারদের ভাষাকেই নিজের ভাষা করে নিয়েছে, উত্তর আমেরিকায় ইংলিশ আর দক্ষিনে স্প্যানিশ | আমার প্রফেসর জিগেশ করলো " বাংলা কি কোনো মৃতপ্রায় ভাষা ? কখনো শুনি নি এই ভাষার কথা " , শুনে তো আমি অবাক ! কী বলে এই লোক ! আর যাই হোক, জনসংখ্যা বৃদ্ধির কল্যানে আমরা পৃথিবীর ষষ্ঠ ভাষা , তারপর বুঝলাম যে উনি ' বাংলা ' নামের কোনো ভাষা চিনেন না , তবে ' বেঙ্গলি ' বলার পর বুঝছেন, এই ভাবে কি বাংলা ' বেঙ্গলি' হয়ে যাবে ? মেজাজটাই খারাপ হয়ে গেল ..
No comments:
Post a Comment
your comment goes here...