Nov 27, 2009
my first Qurbani Eid in USA
কালকে ঈদ , যদিও এই দেশে ঈদের কোনই আমেজ নেই , তবুও এর মাঝেই যতটুকু পারা যায় আনন্দ আনন্দ ভাব করা , নতুন সব মানুষ , নতুন পরিবেশ , বাঙালি অনেকগুলো পরিবার এই শহরে, কিন্তু নিজের পরিবারের তো কোনো বিকল্প হয় না | ভাবতে বসলাম এখন দেশে থাকলে কী করতাম ! আসলে তেমন কিছুই করতাম না , সেজেগুজে বসে থাকতাম, তারপর খালা মামাদের বাসায় যাওয়া, কখন কোরবানির মাংশ রান্না হবে তার জন্য অপেক্ষা করা, অতঃপর সেই মাংশ খাওয়া , টিভির বাজে প্রোগ্রাম দেখে কিছুক্ষণ গালি দেওয়া :) সবই রুটিন বাধা , কিন্তু আর যাই হোক, ঈদের দিনে assignmnet করার চিন্তা তো ছিল না , এখন সেটাও করতে হচ্ছে |
Subscribe to:
Post Comments (Atom)
eid er din je class korte hocce na, exam dite hocce na eita niyei khushi thak :P
ReplyDeleteহুমম...
ReplyDeleteশীতল আপু সঠিক বলেছেন... :D :D